ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রত্যাশী পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক,কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এডঃ সোহরাব উদ্দিন।
গতকাল দিনব্যাপী গণসংযোগে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন আচমিতা,সহস্রাম ধুলদিয়া,বনগ্রাম ও করগাও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারন মানুষের সঙ্গে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ঈ্রসঙ্গত, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য তার আমলে কটিয়াদী ও পাকুন্দিয়ায় আসনে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে একজন উন্নয়নকামী কর্মবীর রাজনীতিক হিসেবে সর্বমহলে প্রশংসিত হন। এ দুই উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে। তার আমলের উন্নয়নের গুণগান এখনও এলাকাবাসীর মুখে মুখে আলোচিত হয়।
নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি সোহরাব উদ্দিন বলেন, আমি এ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আমি সব সময় নৌকার পক্ষে কাজ করেছি। এ অঞ্চলের মানুষের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। আমি সব সময় এ অঞ্চলের মানুষের খোঁজ খবর রেখে আসছি। আমি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে, পিছিয়ে পড়া কটিয়াদী-পাকুন্দিয়া নির্বাচনী এলাকাকে একটি আধুনিক হিসেবে গড়ে তুলবো।
উল্লেখ্য,দশম সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-২ আসনে নৌকার টিকিট পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তিনি পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় কটিয়াদী ও পাকুন্দিয়ায় আগাম গণসংযোগ শুরু করেছেন।এ সময় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ ও স্বেচ্চাসেবকলীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।