তীব্র বৃষ্টিপাতে হাইতির কয়েকটি নদীর পানি উপচে পড়ছে। এ পরিস্থিতিতে আকস্মিক বন্যা, পাহাড় এবং ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। দেশের ১০ প্রদেশের ৭টিই পরেছে বৈরি আবহাওয়ার কবলে। জাতিসংঘের হিসাবে, ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩৭ হাজারের বেশি মানুষ। বন্যায় প্লাবিত ১৩ হাজার ৬শ’র মতো ঘরবাড়ি-স্থাপনা। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বেশিরভাগ মানুষ। অস্থায়ী আশ্রয়কেন্দ্র আর উঁচু স্থানে ঠাই নিয়েছেন তারা। প্রাকৃতিক দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আহত ৮৫ জনের মতো বাসিন্দা নিহত বেড়ে ৪২। বন্যা-ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী ও আশপাশের এলাকা এবং দেশের পশ্চিমাঞ্চল।বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, আগে থেকেই খাবারের সংকটে ছিলো হাইতিবাসী। শস্যক্ষেত্রগুলো পানিতে ডুবে যাওয়ায়, বিপাকে পরলেন আরও ১০ হাজার মানুষ। দ্রুততম সময়ের মধ্যে, দেশটিকে মানবিক সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়েছে, WFP.

Share.
Leave A Reply

Exit mobile version