দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিনিধি

বাংলাদেশ জামায়েতে ইসলামী ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভা পরিষদ হল রুমে এই ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিশে শুরার সদস্য ও ময়মনসিংহ জেলা আমীর মুহাম্মদ আব্দুল করিম।

ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এইচএম মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সহকারি সেক্রেটারি এডঃ মাহবুবুর রশিদ ফরাজি। সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুল করিম বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে এ দেশে বৈষম্যমূলক রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হয়। যার ফলাফল দাঁড়িয়েছে একজন রাষ্ট্র নায়কের লজ্জাহীন পলায়ন। ছাত্র-জনতার এই বিপ্লব স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য স্মরণীয় এক ঐতিহাসিক বিপ্লব। দীর্ঘ দেড়যুগের অপশাসন, দুঃশাসন, অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের অবসান হয়েছে।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার আসার পর থেকেই বিভিন্নভাবে ছাত্র-জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে। তা আমাদের প্রতিহত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সব সময় আমাদেরকে পাহারা দিতে হবে এই চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতি যাতে আর ফিরে না আসে। সেজন্য দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।’

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, বায়তুলমাল সম্পাদক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আলমগীর কবির, উপজেলা কর্মপরিষদ সদস্য শুয়েব মুহাম্মদ রুপু, ইসলামী ছাত্র শিবির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু নাঈম ফকির, সেক্রেটারি মুহাম্মদ  শিহাবুল ইসলামসহ পৌরসভা ও ১১টি ইউনিয়নের আমীর, সভাপতি, সেক্রেটারি সহ প্রতিটি ইউনিট থেকে তিন সদস্যের ডেলিগেট বৃন্দ সম্মেলনে  অংশগ্রহন করেন।

এ সময় অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন ইসলামী ছাত্রশিবিরের শিল্পীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version