ছিদ্দিক মিয়া,কটিয়াদী(কিশোরগঞ্জ)ঃ
কিশোরগঞ্জ ২ কটিয়াদী-পাকুন্দিয়া আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ চিনি খাদ্য শিল্প করপোরেশন এর সাবেক চেয়ারম্যান ও রুপালি ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক একেএম দেলোয়ার হোসেন (এফসিএমএ) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন৷ বৃহস্পতিবার ৪ মে কটিয়াদী পৌর সদর স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা করেন। ঘন্টাব্যাপী চলা সভায় তিনি তার জীবনের নানান দিক তুলে ধরেন এবং আওয়ামী লীগের মনোনয়ন পেলে এই আসনের মানুষের সেবায় নিয়জিত হবেন বলে জানান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি প্রার্থী হবার বিষয়ে দলীয় প্রধান ও দল থেকে কোন সবুজ সংকেত পেয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দলীয় প্রধান এলাকার মানুষের সাথে কাজ করার কথা বলেছেন এবং দল থেকে নিজ এলাকার মানুষের সাথে জনমত সৃষ্টির কথা বলেছেন। দল থেকে মনোনয়ন পেলে সৌহার্দপূর্ণ রাজনীতি ও মানুষের কল্যানে কাজ করবেন বলে তিনি জানান। মতবিনিময় সভায় প্রার্থীর সাথে ছিলেন বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন। এছাড়াও সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিককরা উপস্থিত ছিলেন।