গরমে দূর্বিষহ হয়ে উঠেছে জনজীবন, প্রচন্ড রোদ মাথায় নিয়েই মানুষকে জুটিতে হচ্ছে কর্মক্ষেত্রে। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। রিক্সা ভ্যান চালকদের মাথার ঘাম পায়ে ফেলে আয় করতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপপ্রবাহ আরও কিছুদিন থাকবে, আগামী দু’দিন বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য রাজশাহী, পাবনা, বগুরা, চাঁদপুর জেলা সহ কক্সবাজার, ঢাকা, বরিশাল বিভাগের উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ আরও কিছুদিন থাকবে বলে জানানো হয়।
এদিকে এই গরমে ডায়রিয়া সহ গরমবাহী রোগের সম্ভাবনা বেড়েছে আরও। রোজায় এই গরম আরও বেশি অসহনীয় মনে হয় বলে জানিয়েছেন সাধারণ জনগন।