গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন রাস্তা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে, উপজেলা পরিষদের বাস্তবায়নে সকালে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি বাজারে সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা আহসান আলী, ফারুক হোসেন, হারুন মিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ জানান, উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন রাস্তা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থান আলোকিত করতে প্রায় সাড়ে ১২ লাখ টাকা ব্যয়ে ৪০ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। লাইট স্থাপনের মাধ্যমে রাতে সড়কে দুর্ঘটনা ও বাজারে চুরি কমবে এবং চলাচলকারী পথচারি ও যানবাহন অনেক উপকৃত হবে।