আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠিতে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পরে থাকা অজ্ঞাতনামা এক কিশোর উদ্ধার হওয়ার তিনদিনেও পরিচয় মিলেনি। তার অভিভাবকদের খোঁজ না পেয়ে ঝালকাঠি সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আজ সোমবার বিকেলে বরিশাল রূপাতলীতে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
জানা যায়, গত শনিবার (২৫ মার্চ ) রাতে অসচেতন অবস্থায় ১২ বছর বয়সী অজ্ঞাত ওই কিশোর কে স্থানীয় যুবক এইচএম রিয়াজ খান, আরিফুর রহমান রায়হান ও আসাদুজ্জামান লাবিব উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।অভিভাবক না থাকায় ঝালকাঠি অক্সিজেন ব্যাংকের পরিচালক মো: আরিফুর রহমান রায়হান তার দেখাশোনা চিকিৎসা চালিয়ে গেছেন।
এ বিষয়ে ঝালকাঠি অক্সিজেন ব্যাংকের পরিচালক মোঃ আরিফুর রহমান রায়হান জানান, গত ২৫ মার্চ রাতে এ কিশোরটিকে রাস্তায় অসুস্থ অবস্থায় পাই। এরপর হাসপাতালে নিয়ে আসলে তার কোন অভিভাবক না থাকায় আমি দেখভাল করেছি।এবং বরিশাল পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে দিয়েছি। ছেলেটি সবার কথা বুঝতে পারলেও তিনি কারোর কথার উত্তর দিতে পারে না।সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারপ্রচারণা চালালেও এখনো কিশোরের অভিভাবকের কোন খোঁজ মিলেনি।
ঝালকাঠির সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এই কিশোরকে শনিবার রাত থেকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ছেলেটি কথা বলতে না পারায় তার পরিচয়ও পাওয়া যায়নি।তাই ঝালকাঠি সদর থানায় একটা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বিকেলে ওই শিশুকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।