এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সুনামগঞ্জের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করতে দেখা গেছে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা শিক্ষক কর্মচারিদের কর্মবিরতিকে সমর্থন জানিয়ে যোগ দেন।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে। অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পান ২৫ শতাংশ। অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ কেটে রাখলেও ৬ শতাংশের বেশি সুবিধা এখনও দেওয়া হয় না এবং বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মোল্লা, প্রভাষক তপন সরকার, নির্মল সরকার, অজয় সরকার, পুর্ণিমা রায় চৌধুরী, সমীরণ তালুকদার, রামপ্রসাদ বাবু, নির্মল তালুকদার, সামছুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।