গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট নেত্ববৃন্দ।
সোমবার(১৩ মার্চ) বেলা ১০ টায় সভাপতি এসএম আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক সাংবাদিক আজিজুল হক বাবুর নেত্বত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সম্মানিত সদস্য ডা.এম.এ.মান্নানের পরিচালনায় ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো.মহিদুল ইসলাম রাশেদ,সাংগঠনিক সম্পাদক মো.মেহেদী হাসান সজীব,সহ সাংগঠনিক সম্পাদক মো.আশরাফুল হক বাবু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আরিফুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো.তারিকুল ইসলাম প্রমূখ