আরিফুর রহমান,ঝালকাঠি।।
ঝালকাঠিতে ইয়াবাসহ তুহিন হাওলাদার (৪১)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে পাঁচ শতাধিক ইয়াবা জব্দ করা হয়।
রোববার (১২ মার্চ ) রাতে শহরের পালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত তুহিন হাওলাদার পালবাড়ী এলাকার আদম আলী হাওলাদারের ছেলে।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচ শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।