দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার ওপর হামলার হুমকি ও নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাদির হোসেন শামীম।

এরআগে গতকাল ​বৃহস্পতিবার খালিয়াজুরী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন খালিয়াজুরী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী হিন্দু শাখার সভাপতি অরুণ বিশ্বাস।

​অরুণ বিশ্বাস তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২নং চাকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি বাবুল চৌধুরী ও তার সহযোগীরা তাকে এবং তার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছেন।

​অভিযোগে আরও বলা হয়, গত ২১ জানুয়ারি বাবুল চৌধুরী জামাতের কর্মী-সমর্থদের উদ্দেশ্য করে বলেন- যারা জামায়াতের পক্ষে কাজ করছে, নির্বাচনের পরে তাদের দেখে নেওয়া হবে এবং বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেশছাড়া করা হবে।

এছাড়াও নির্বাচনের দিন জামায়াতের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে প্রবেশ করতে এবং সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

​অরুণ বিশ্বাস তার অভিযোগে আরও জানান, বর্তমানে তিনি এবং তার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসন্ন নির্বাচনে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

নিজেকে চাকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক দাবি করে বাবুল চৌধুরী বলেন, “ধর্মস্থ আমি কিচ্ছু জানি না। আমি আগুনডা শপথ লইয়া কইতারি আমি এ ব্যাপারে কিচ্ছুই জানি না। আমি কোনো কিছু আলাপই করছি না। এইডা হইলো গিয়া, অহন আমার হুদাহুদি একটা বদনাম বাইর করন আরকি। অহন সামনে নির্বাচন, এইডা লইয়া আমি ব্যস্ত।”

​এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ি আইনগত ব্যবস্থা হবে। অর্থাৎ, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ‘আরপিও’-তে যে নির্দেশনা আছে, ‘আরপিও’-র নির্দেশনা অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে” বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version