চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমী’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত
মাদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার “চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমী’র” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ পালিত হয়।
বৃহস্পতিবার (৯ই- মার্চ) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠান উদ্বোধন করেন একাডেমী’র প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি এ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন, জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুখলেছুর রহমান, হাঁসকুড়ি মৈধাম শহীদ আঃ কুদ্দুস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম.কামরুজ্জামান রফিক ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট আলী আজগর।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকগণ এবং ছাত্র- ছাত্রী বৃন্দ। উপস্থাপনায় ছিলেন, একাডেমী’র সিনিয়র শিক্ষক বিজয় কুমার সরকার।