যশোরে শিশু ধর্ষক গ্রেফতার
যশোর সদরে এগারো বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাশেদ হোসেন (২২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬।
আজ বুধবার ( ১ লা মার্চ) ভোরে যশোর সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে অভিযান করে তাকে গ্রেফতার করে যশোর র্যাব-৬ এর একটি টীম।
গ্রেফতারকৃত রাশেদ সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃতঃ বীর মুক্তিযোদ্ধা সুবাহান মন্ডলের ছেলে।
এ সংক্রান্ত বিষয়ে যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম নাজিউর রহমান বলেন,মঙ্গলবার সকালে যশোর সদরের চাদঁপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন এবং তার স্ত্রী প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে বাড়িতে রেখে বের হয়। বাড়িতে একা পেয়ে প্রতিবেশী চাচা রাশেদ হোসেন ফুসলিয়ে বিভিন্ন ভাবে টাকার লোভ দেখিয়ে আসামীর নিজ বাড়িতে নিয়ে যায় এবং ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
ভিকটিম তার মা-বাবা কাজ শেষে বাড়িতে আসলে ভিকটিম জানায় চাচা রাশেদ হোসেন প্রায়ই তাকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা মোছাঃ পারুল বেগম (৩৫) বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, র্যাব-৬, যশোর বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে একটি চৌকস দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তার অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে অভিযান চালিয়ে রাশেদকে নিজ গ্রাম থেকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।