পাঠে পাঠে আত্মজাগরণ এ প্রতিপাদ্যে দুর্গাপুরে সাহিত্যের ধারক জলসিঁড়ি প্রাঙ্গণ ও ‘জলসিঁড়ি পাঠকেন্দ্রেথর ১১বছর পূর্তি উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে বার্ষিক আধ্যয়নসভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।
পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল। অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন মোজাম্মেল হোসেন বাচ্চু, এডভোকেট প্রবীর মজুমদার চন্দন। আলোচনা শেষে কবি শামীম আজাদ, ডাক্তার গণপতি আদিত্য, গল্পকার কিযী তাহনিন, কবি রানা নাগ ও সাংবাদিক মুহম্মদ আকবর কে জলসিঁড়ি সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য: জলসিঁড়ি নামক সাহিত্য সংগঠনটি ২০০২ সালে গড়ে ওঠে, তারপর সংগঠনটি ২০১২ সালে জলসিঁড়ি পাঠকেন্দ্র নামক পাঠাগার স্থাপনের পর থেকে সেলুন পাঠাগার, সৃজনশীল কর্মসূচি ও জলসিঁড়ি পাঠাগার শিশু যুবকদের আত্মজাগরণে এক দশক ধরে পাঠাভ্যাস, পাঠচক্র ও ভর্তুকি দিয়ে দশ টাকায় বই বিতরণ কর্মসূচি করে যাচ্ছে।