আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠি সরকারি কলেজের অফিস সহায়ক(এম এল এস এস) আয়েশা সিদ্দিকা মারা গেছেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
আয়েশা সিদ্দিকা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী,উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী সহ শিক্ষক -কর্মকর্তা ও কর্মচারীরা।
তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।