র্যাব ১৩, দিনাজপুরের অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব ১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলাধীন আশুলিয়া থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একজন আসামী দিনাজপুর জেলাধীন ফুলবাড়ী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল ৬ ফেব্রুয়ারী (সোমবার) রাতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন বেদ দিঘী এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনকৃত অবস্থায় বর্ণিত ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত আসামী মোঃ আসাদুজ্জামান রকি(২৫) দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার নওপাড়া এলাকার মোঃ আব্দুল হান্নান হক এর পুত্র।
সুত্র আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী ধর্ষনের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং গ্রেফতার এড়ানোর লক্ষে সে উক্ত এলাকায় আত্মগোপন করেছিল মর্মে জানায়। উল্লেখ্য যে, বিগত ২০২২ ইং সালের ১৪ মার্চ সকাল ৯.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়া বাজার এলাকাস্থ উক্ত আসামীর খালি বাসায় গ্যাসের চুলায় সমস্যার কথা বলে একই বিল্ডিংয়ের প্রতিবেশী তথা ভিকটিমকে দেখার জন্য ডেকে এনে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত আলোচিত ধর্ষণ মামলার ঘটনার বিষয়টি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় সহ ও স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
গ্রেফতারকৃত আসামীকে বিধিমোতাবেক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
1 2