আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
চুরি করে পালানোর সময় মালামালসহ চোর দলের ১ সদস্যকে আটক করেছে পুলিশ ও তারাগঞ্জ বাজারের নৈশপ্রহরীরা ।
রংপুরের তারাগঞ্জ হাটে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় অগ্রণী ব্যাংক মোড়ের ‘মেসার্স মা ট্রেডার্স’ নামক কীটনাশক দোকানে চোরদের একটি দল টিন কেটে চুরির উদ্দ্যেশ্যে প্রবেশ করে। এ সময় তারা ১৭১৯০০ টাকার বিভিন্ন প্রকার দামী কীটনাশক সামগ্রী চুরি করে বস্তা ভর্তি করে ।
পুলিশ ও নৈশপ্রহরী সূত্রে জানা যায়, মা ট্রেডার্স দোকানের পেছনে নৈশ প্রহরী খগেন শীল টহল দেয়ার সময় বুঝতে পারে চোরের একটি দল প্রবেশ করে চুরি করছে । এ সময় তারাগঞ্জ হাটের ডিউটিরত পুলিশ টিম সদস্য এএসআই শাহান শাহ , সঙ্গীও ফোর্স ও নৈশ প্রহরীরা একত্রিত হয়ে চোরদের আটক করার চেষ্টা করে। এ সময় সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ সাগর (৩৯) কে গ্রেফতার করে । চোর চক্রটির অন্যান্য সদস্য ঢেলাপিরের আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী মিন্টু (৩৫) ও আবুল কালাম (৪০) প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পরে ।
মা ট্রেডার্স দোকানের মালিক নূর আমিন বলেন, আমার দোকানের সিনজেনটা কোম্পানির দামী কীটনাশক ওষুধ চুরি করে চোরেরা। আমার সন্দেহ দীর্ঘদিন থেকে এরা আমার দোকানে চোখ রেখেছিল । গতকাল রাতে টিন কেটে ঢুকেছিল ওই চোরেরা। আল্লাহর রহমতে , আমি বড় বাছা বেচেঁ গেছি । এ ব্যাপারে থানায় চোরদের বিরুদ্ধে এজাহার দিয়েছি।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, আমরা তারাগঞ্জে চুরির ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে বদ্ধ পরিকর। আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি । এছাড়াও বিভিন্ন টহল টিম প্রত্যেকদিন বিভিন্ন পয়েন্টে ডিউটি করছে । তারাগঞ্জবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন , আপনাদের সকলের সহযোগিতায় শান্তির শহরে পরিণত হবে তারাগঞ্জ ।