নিজস্ব প্রতিনিধি, বগুড়া
১৪ জানুয়ারি-২০২৩ ইং, শনিবার,বগুড়ার বিভিন্ন জায়গায় চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন, চীনের বেইজিংয়ে রিচার্স ইনস্টিটিউটে মাস্টার্স অব জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২য় বর্ষের শিক্ষার্থী ও চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটি সভাপতি মোঃ রাসেল আহম্মেদ, আনহুই ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক শিক্ষার্থী ও চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ রুবায়েত আফসান,তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আরাফাত হোসেন ও মোঃ আহসান হাবিব।
চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির সভাপতি মোঃ রাসেল আহম্মেদ একান্ত সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, শীতকালে সমাজের গরিব ও অসহায় মানুষরা খুবই দুঃখ কষ্টে দিন পার করে, তারা অর্থের অভাবে শীতবস্ত্র কিনতে হিমসিম খায়।ফলে শীতকাল তাদের জন্য খুবই কষ্টের।তাই সমাজের এ শ্রেণীর মানুষদের কথা চিন্তা করে এবং মানবিক মূল্যবোধ থেকে চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির মানবিক সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেয়।
আগামী দিনে সংগঠনটি বৃহৎ আকারে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকবে বলে আশ্বস্থ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রুবায়েত আফসানসহ কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সদস্যরা।