বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি-২০২৩ ঘোষণা করা হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী আল মামুন।
রবিবার (১লা জানুয়ারি) প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় পর্ষদের সভাপতি উত্তম রয় ও সাধারণ সম্পাদক জাফর সাদিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি এস এম নেওয়াজ শরীফ, মো. রুপন ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাওল অনিক, পাপিয়া সুলতানা পিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রাতুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক তামান্না আক্তার, অর্থ সম্পাদক সুমন সেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো: সালমান হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাদ আহম্মদ, সাংস্কৃতিক সম্পাদক সিনথিয়া সুমি, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক জেরীন সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ সিফাত আলি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মোতালিব হোসেন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ ইমন হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাব্বুল হোসেন, ম্যাগাজিন সম্পাদক মো: ওয়ালী আহমেদ, বইমেলা সম্পাদক মোহাম্মদ জয় মৃধা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসিক রেজা, জান্নাতুল ফেরদৌস, মারজিয়া রশিদ।
কমিটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “সমাজের যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, ভালোর সাথে আলোর পথে এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে এগিয়ে যাবে বশেমুরবিপ্রবি বন্ধুসভা।”
এ বিষয়ে সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “বন্ধুসভার কেন্দ্রীয় পর্ষদ এবং বশেমুরবিপ্রবি বন্ধুসভার নবনির্বাচিত উপদেষ্টামণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘বন্ধুসভা’ তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ। এই মঞ্চে দাঁড়িয়ে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকবো৷