দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম আহমেদ শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান জামিল মনোনীত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া এবং সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি নিশাত সরকার বাঁধন ও সাধারণ সম্পাদক রতন সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি মো. আব্দুল্লাহ্, আজমাইন আবিদ, পবিত্র রায় পার্থ, মেহেদী হাসান মুহিত, মিরাজ আল জামান অনিক, ফিরোজ কবির সুমন, মোদাচ্ছের আলী সিহাব, দুলাল ইসলাম, কবিরুল ইসলাম, নওশাদ আহমেদ, নিরুপম শোভন, উত্তম রায়, ইমন সরকার, মিন্নাতুন নাহার মুনিশা, নুসরাত জাহান নাফিয়া, নাজিয়া ফাহমিদা, যুগ্ম সাধারণ সম্পাদক পংকজ রায়, ইমতিয়াজ ইমন, এ কে আকাশ আতিক, তাজমিন রহমান, মো. আকিবুল ইসলাম, সাইদ আক্তার সাকিব, মোবাশ্বির লিমন, নাহিন মিলা, তানভির হক শাকিল, বখতিয়ার শাকিল আকন্দ, সানজিদা আক্তার কুইন, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুন্নারুল ইসলাম, মাহফুজার রহমান, মনিরা বিথি, সুমন রায়, ফজলে রাব্বি, অর্থ সম্পাদক নাজির হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. মামুন আলী, মোবারক হোসেন।

দপ্তর সম্পাদক শোয়াইব বিন আসাদ, উপ-দপ্তর সম্পাদক ইনসানুল ইমাম নূর, রিয়া তাহেরিন মোহনা, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, উপ-প্রচার সম্পাদ ইয়াসিন আলী, ক্রিড়া সম্পাদক জায়েদ হাসান,
উপ-ক্রিড়া সম্পাদক আল আমিন আহমেদ, নুর মোহাম্মদ, আইটি বিষয়ক সম্পাদক রনি ইসলাম, সহ-আইটি বিষয়ক সম্পাদক শাকিল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত শারমিন ইভা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক তাজনুবা রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদকমাহমুদুল হাসান, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক স্বর্নালী পাল স্বর্ণা, শিক্ষা বিষয়ক সম্পাদক
আব্দুল মুস্তাকিম মারুফ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক
সাজেদুর রহমান, সোলাইমান আলী, আইন বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক মিফতাহুল জিনাত, নাজমুল করিম অর্ণব, রফিক হোসেন রাজু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাসান আলী, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাদিফা মুমতাহিনা, হোমায়রা তাইয়্যেবা, ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক মাসুদ রানা, আবাসন বিষয়ক সম্পাদক এরশাদুল হক নাইম,
সহ-আবাসন বিষয়ক সম্পাদক সোহেল রানা, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মায়িশা মালিহা চৌধুরি, সহ-তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু সাইদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অনুপম টুডু, সহ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফরোজা মীম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদকহালিমা আক্তার সূচি, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আরমান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এইচ আর হাবীব, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক
আশিকা রহমান পান্না, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক
অপি আফরিন, সাহিত্য বিষয়ক সম্পাদক শকুন্তলা রায় শুক্লা ও সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম।

সংগঠনটির নব মনোনীত সভাপতি শামীম আহমেদ শুভ বলেন, আমাদের জেলা কল্যাণ সমিতির কার্যক্রম শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও নবীন বরণ এর মধ্যেই সীমাবদ্ধ। এই ধারণা থেকে বেরিয়ে আসবো এবং উত্তরবঙ্গের জেলা হিসেবে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবো। সেই সাথে গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী অর্জনের চেষ্টা করবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version