কলকাতার হালিশহরে নাট্য উৎসবে দর্শকমন জয় করে দেশে ফিরেছেন বগুড়া থিয়েটারের নাট্যকর্মীরা। বুধবার (২১ ডিসেম্বর) সকালে তারা ফিরেছেন। গত ১৭ ডিসেম্বর কলকাতার ভূতবাগান অডিটরিয়ামে ‘শান্তিরক্ষক’ নামে একটি নাটক মঞ্চায়ন করেন তারা। প্রায় ১০ বছর পর বগুড়া থিয়েটারের এই নাটকটি মঞ্চায়িত হলো। শান্তিরক্ষক মূলত একটি বিদ্রুপাত্মক নাটক। নাটকটি রচনা করেছেন বিষ্ণু বসু, নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান ময়না। এই নাটকে প্রশাসনের একটি দপ্তরে সাধারণ মানুষের হেনস্থার চিত্র তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দ্বীন মোহাম্মদ দীনু, অলক পাল, সুপিন বর্মন ও মিজানুর নিয়ম।
বিশিষ্ট নাট্য অভিনেতা ও নির্দেশক দেবাশীষ নন্দী বলেন, ভিসা জটিলতার কারণে নির্দিষ্ট নাটক মঞ্চায়ন করা যায়নি। তবে বগুড়া থিয়েটারের বন্ধুরা মাত্র তিন দিনের মধ্যে তাদের প্রযোজনার আগের একটি নাটক মঞ্চায়নের মাধ্যমে বলিষ্ঠ মানসিকতা দেখিয়েছেন।পশ্চিমবঙ্গের বিদগ্ধ নাট্য সমালোচক থিয়েটার পত্রিকার সম্পাদনা পর্ষদের সদস্য প্রতুল কুন্ডু বলেন, দুই বাংলাতেই নাটকে অকপট সত্য উচ্চারণের সাহস কমে যাচ্ছে, যা মোটেও হবার কথা নয়। বগুড়া থিয়েটার নাট্যজগতের এক উজ্জ্বল নাম। সে কারণেই তারা সাহস করেছে এমন নাটক মঞ্চায়নের। এ নাটকে প্রত্যেক অভিনেতা তাদের নিজ নিজ অভিনয়ে যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা দর্শকমনে জায়গা করে নিতে বাধ্য।