নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটিতে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সুগন্ধা অটো রাইস মিল থেকে উপজেলা খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হোসাইন, সুগন্ধা গ্রুপের চেয়ারম্যান অ্যাড. মিজানুর রহমান মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান খান, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মো. আ. জব্বার, তরুণ উদ্যোক্তা মিরাজ হাসান প্রিন্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর মিলারের কাছ থেকে নলছিটি উপজেলা খাদ্যগুদামে ৪২ টাকা কেজি দরে ১২৩৫ মেট্টিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।