১৬ই ডিসেম্বর-২০২২ ইং,বাংলাদেশ সময় রাত ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে অধ্যয়নরত, কর্মরত ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির উদ্দ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাকিবের সঞ্চালনায়, উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির সভাপতি ও চীনের বেইজিংয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিংয়ে ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী মো: রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক ও চীনের আনহুই ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক শিক্ষার্থী মো: রুবায়েত আফসান এবং চীনের উজু ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থী মো: রিপন সরকার।
উক্ত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের আলোচনায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্নত্যাগকে গভীরভাবে স্মরণ করেন এবং সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।সেই সাথে আগামী প্রজন্ম যেনো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে মনে প্রাণে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।