মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালী মধ্যে দিয়ে বিদ্যালয়ে রচনা, কবিতা, দেশাত্মবোধক গান, আলোচনা সভা, ভলিবল, ব্যাটমিন্টন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পর বিজয়ের চেতনাকে সবার মাঝে ধারন করতে প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন কিরন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা।
পরে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন কিরন।