শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নান্দাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আওয়ামী লীগ নান্দাইল উপজেলার শাখার আয়োজনে আজ শনিবার (০৪ জুন) বিকালে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নান্দাইল উপজেলা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও নান্দাইলের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খাঁন তুহিনের সভাপতিত্বে আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক ও নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সাবেক জেলা পরিষদের সদস্য বাহার উদ্দিন বাহার, নান্দাইল পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া, নান্দাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জননেত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বিএনপি নেতাদের বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য ও নেত্রীকে হত্যার হুমকির তীব্র সমালোচনা করে জানান, আওয়ামী লীগকে ক্ষ্যাপাবেন না, আওয়ামী লীগ ক্ষেপলে দেশ ছেড়ে পালানোর পথ খুঁজে পাবেন না। কাজেই এখনো সময় আছে নিজেদের শুধরে নেন, নাহলে বাংলার জনগণ আপনাদের পিটিয়ে গায়ের চামড়া তুলে নেবে।