দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে স্থানীয়ভাবে জনমনে নানা কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ইউএনও তাঁর ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখেন- “আইন তার নিজস্ব গতিতে চলবে। এ রাষ্ট্র আপনার, আমার, আমাদের সকলের। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মহান শহীদরা নিজেদের রক্ত দিয়ে যে পথ দেখিয়ে গেছেন, সে পথ ধরেই অব্যাহত থাকবে আমাদের পথচলা ইনশাআল্লাহ। একমাত্র মৃত্যুই আমাদের এ পথচলাকে থামাতে পারে। আর মৃত্যুর ফয়সালা হয় আসমানে। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা।”

পোস্টটি প্রকাশের আনুমানিক আধা ঘন্টা পর সেটি আর দেখা যায়নি। পোস্টটি মুছে ফেলা হয়েছে নাকি গোপন করা হয়েছে- সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইন প্রয়োগকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। ইউএনও’র ওই বক্তব্যকে অনেকেই আইনের শাসন ও প্রশাসনিক দৃঢ়তার প্রতিফলন হিসেবে দেখছেন।

স্থানীয় নাগরিক সমাজের কেউ কেউ মনে করছেন, পোস্টটির ভাষা ছিল দৃঢ় ও নৈতিক অবস্থানের প্রতীক। আবার কেউ কেউ বিষয়টিকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত করে দেখছেন। তবে পোস্টটি অপসারণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি স্ক্রিনশট আকারে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আইনের শাসনের পক্ষে একটি স্পষ্ট বার্তা হিসেবে মূল্যায়ন করছেন।

এ বিষয়ে ইউএনও মাসুদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নম্বর রিং হলেও তিনি কল রিসিভ করেননি। পাশাপাশি হোয়াটসঅ্যাপ মেজেঞ্জার নম্বরে খুদে বার্তা পাঠানো হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version