নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে, মাদকের মুলোৎপাটন করা হবে, শিক্ষার্থীদের মেধায় পরিণত করে, দেশের রেমিট্যান্সযোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে, নানা প্রশ্নের জবাব দিহিতায় এ কথা বলেছেন তিনি।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে পৌরশহরের জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কলেজ থেকে আসা শত শত কলেজ শিক্ষার্থীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ তিনি নির্বাচিত হলে কি কি কাজ করবেন সেই জবাবদিহিতা তুলে ধরেন।
এ সময় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা এখন কলেজ মুখী হয় না, মাদকের ছোবলে পড়ে অনেক পরিবার এখন নিঃস্ব, সন্তানরা তাদের বাবা-মায়ের সাথে খারাপ ব্যাবহার করছে। আমার মতো অনেক বোন এই কষ্টের শিকার। আমি চাই এমন ব্যবস্থা নেওয়া হউক, যেন কেউ নেশা হাতে নিতে সাহস না পায়, আর কোন বোনের চোখে জল না আসে।
এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে আমার নির্বাচনী এলাকা থেকে মাদকের মুলোৎপাটন করা হবে।
সুসং সরকারি মহাবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা এইসএসসি পাশ করার পর, অনার্সে পড়ার জন্য এলাকার বাহিরে যেতে হয়। শিক্ষার্থীদের অনেকের পক্ষেই বাহিরে গিয়ে পড়াশোনা করা সম্ভব হয় না। সরকারি কলেজে অনার্স কোর্স চালুকরণ সহ স্থানীয় ভাবে কর্মমুখী শিক্ষা গ্রহনের কোন উদ্দ্যেগ নেয়া হবে কিনা।
এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, শিক্ষার্থীদের মেধায় পরিনত করে, দেশের রেমিট্যান্সযোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে।
আলোচনা সভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলাই অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয় এর মূল উৎস হচ্ছে মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন, আর আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।
এছাড়া দুর্গাপুরে অনার্স কোর্স চালু, মহিলা কলেজ জাতীয় করণে সহায়তা, নার্সিং কলেজ স্থাপনে সহায়তা, খেলাধুলার পরিবেশ তৈরী করার বিষয়ে সার্বিক সহায়তা করবেন বলে তিনি ওয়াদা করেন।
আলোচনা শেষে দেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।


