পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী-৩ আসনের সাবেক সাংসদ, জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুবুল আলম তারা মিয়ার নবম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৪ সালের ২জুন তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৯১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়ীত্ব পালন করেন। ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে রাগে ক্ষোভে ২০০১ সালে আ.লীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করে পরাজিত হন। পরে তিনি ফের বিএনপিতে ফিরেন। দীর্ঘ সময় পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি এনসিসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়ীত্ব পালন করেছিলেন। তিনি অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশ ছিলেন। সাবেক সাংসদ তারা মিয়ার বাড়ি ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে। তিনি জীবদ্দশায় বহু শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।