স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জামিলা আক্তার নামে এক বছর বয়সি ও দুর্গাপুর উপজেলায় তায়িবা নামে ১৬ মাস বয়সি আরেক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ এপ্রিল) পৃথক স্থানে পুকুরে ডুবির ঘটনায় দুই শিশু নিহত হয়।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের জাহাঙ্গীর আলম ও মদিনা দম্পত্তির প্রথম সন্তান জামিলা। শুক্রবার বিকেলে শিশুটির ফুফু মরিয়ম বাড়ির পাশে পুকুর পাড়ে আম গাছে নিচে জামিলাকে বসিয়ে রেখে দোলনায় দুল ছিল। এসময় জামিলাও অন্যান্য বাচ্চাদের সাথে খেলারত অবস্থায় সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে জামিলাকে দেখতে না পেয়ে তার ফুফুর ডাক চিৎকারে দাদী জায়েদাসহ বাড়ি লোকজন ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় জামিলাকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শামীম আরা শিশুটিকে ঘোষনা করেন।
একই দিনে আরেক ঘটনায় দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামের শামছুল হকের ১৬ মাস বয়সি শিশু তায়িবা। দুপুরের দিকে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিল। এসময় তায়িবা উঠানে খেলতে ছিল। হঠাৎ সন্তানকে দেখতে না পেরে শিশুটির মা খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন তায়িবাকে। পরে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তায়িবাকে মৃত ঘোষনা করেন।