তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ গাইবান্ধার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী প্রতীক কুমার সরকারকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে র্যাব-১৩ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার একে এম আসিফ উদ দৌলা । এসময় র্যাব গাইবান্ধার ডিএডি মোঃ আরিফুর রহমান , মোঃ আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা পৌর শহরের ব্রীজ রোডের কালিবাড়ী পাড়ায় প্রদীপ কুমারের বাসায় গিয়ে ফুলের তোড়া ও আর্থিক সহায়তা প্রদান করে র্যাবের কোম্পানি কমান্ডার একে এম আসিফ উদ দৌলা গনমাধ্যম কর্মীদের বলেন , অসচ্ছল একটি পরিবার থেকে নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রদীপের এমন সাফল্য সত্যি প্রশংসার দাবিদার সেই সাথে অনেক গর্বের ।আমরা তার সাফল্যের কথা শুনে তার সাথে সাক্ষাৎ করতে এসেছি ভবিষ্যতে এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে ।
শহরের কালীবাড়ি পাড়ার প্রবীর কুমারের ছেলে গাইবান্ধা সরকারি কলেজের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রতীক কুমার ছোট থেকেই অসাধারণ প্রতিভাবান ছিলেন । কোন কোচিং প্রাইভেটে না পড়েও একান্ত নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ।