মরহুম মঈন উদ্দীন ফাউন্ডেশন জাহাপুর ( ইসলাম পুর) পক্ষ থেকে তাজপুর বাজারে টিউবওয়েল স্থাপন উদ্ভোদন করা হয়েছে।
প্রতিষ্টাতা সভাপতি জনাব মোহাম্মদ মহি উদ্দীন সেলিম ভাই, দাতা সদস্য শাফরাজ মিয়া, তাজপুর বাজারের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ৮ নং ওয়ার্ডের মেম্বার খালেদ আহমদ খুকু ও সাহেদ উদ্দিনের প্রচেষ্টায় মঈন উদ্দীন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২৫ মার্চ শুক্রবার বাদ জুমা টিউবওয়েল এর কাজ শুরু করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, আক্তার আহমদ, সাহেদ উদ্দীন, ফরিদ আহমদ, ওসমানী নগর উপজেলা ছাএলীগ নেতা আজিজুর রহমান সজ্জ্বল সহ তাজপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ।
উল্লেখ্য যে, আলহাজ্ব মোহাম্মদ মঈন উদ্দীন ফাউন্ডেশন ১৮/০৩/২০২২ ইং তারিখে আনুষ্টানিক ভাবে কার্যক্রম শুরু করা হয়। এবং জাহা পুর ( ইসলাম পুর) গ্রামে অফিস কক্ষের বৃওি প্রস্তর স্থাপন করা হয়।