মোঃ রাসেল আহম্মেদ নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ও বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ পেশাজীবি (সরকার অনুমোদিত) সংগঠন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন(BIEA)- ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল এর বহুল আকাঙ্খিত কমিটি কমিটি ঘোষনা করা হয়েছে। সংগঠনটির গঠনতন্ত্রের ২ নম্বর অনুচ্ছেদ এর ৮ নম্বর ধারার উপধারা ৮.১.১ এবং ৮.১.২ মোতাবেক সকলের অংশগ্রহণমুলক মতামত ও স্বদিচ্ছার ভিত্তিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লা আল মামুন সাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রধান মুখপাত্র হিসেবে মনোনিত হয়েছেন জার্মানিতে অধ্যয়রণরত জনাব ইঞ্জিনিয়ার মোঃ নাইমুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চীনের চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত মোঃ কামাল মিয়া।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-মুখপাত্র মোঃ মেহেদী হাসান (চীন) ও দেলোয়ার হোসেন (জার্মানি), যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী রজিবুর রহমান মুহেল (ইংল্যান্ড), অর্থ সম্পাদক মনিরুল ইসলাম পাঠান ( সিঙ্গাপুর), সহ-অর্থ সম্পাদক আবু সাদাত ‘ম’ শাহিনুর ( আমেরিকা), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (মালয়েশিয়া)। এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে মনোনিত হয়েছেন ফারহানা জাহান ( ইংল্যান্ড), শিব্বির আহমেদ ( সৌদিআরব), আসাদুজ্জামান নুর ( কানাডা), তাজুল ইসলাম ( কাতার), রবিউল হোসেন ( সুইডেন), মারুফ হোসেন ( সাইপ্রাস), আরিফুল ইসলাম ( দুবাই), রোজাউল ইসলাম ( ভারত), শাহিন আলম(বাংলাদেশ) নুরুল ইসলাম আদম ( সাইপ্রাস), মনিরুল ইসলাম ( সৌদিআরব), গোলাম সারোয়ার ( জাম্বিয়া) ও আকরাম হোসেন ( ইতালি)। কমিটির সদস্যবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন “BIEA” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার ইঞ্জি: আব্দুল্লাহ আল মামুন এর প্রতি। আরো আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় প্রচার ও প্রকাশনা সেল, জাতীয় মনিটরিং সেল,জাতীয় মিডিয়া সেল, জাতীয় ট্রেনিং প্রোগ্রাম সেল, জাতীয় জব ম্যানেজমেন্ট সেল,জাতীয় ব্লাড ডোনেশন ক্যাম্প সেল, স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল ও ইন্টারন্যাশনান অ্যাফেয়ার্স সেলসহ কার্যনির্বাহী বোর্ডের সকল সদস্যদের। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (BIEA)-ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল’র দায়িত্বশীল, জনাব ইঞ্জি: মাহমুদুর রহমান এর প্রতি। কমিটির সকলে সুসংগঠিত ভাবে ইঞ্জিনিয়ারদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।