বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা কাকচিড়া বাজারে মাহবুব দালাল ও তার ভাইয়ের বিরুদ্ধে প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে কাকচিড়া বাজারে জনসংখ্যা প্রতিপক্ষ মোঃ রাহাত ও তার ভাই রাব্বিকে প্রাণনাশের হুমকি দেয়।
উল্লেখ যে, গত ১৫ দিন আগে মোঃ রাহাত তাদের পারিবারিক বাথরুম পরিষ্কার করতে গেলে মাহবুব দালাল ও তার পরিবার বাধা দেয় । তার কিছুদিন পরেই বাথরুমের সামনে মাহবুব দালাল ও তার পরিবার এসে টিউবল বসাতে চায় কিন্তু মোঃ রাহাত তাদেরকে টিউবল বসাতে বারণ করায় কথার কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।
এ বিষয়ে মোঃ রাহাত বাদী হয়ে পাথরঘাটা থানায় মোঃ মাহাবুব দালালের বিরুদ্বে একটি সাধারণ ডায়েরি করেন।
ঐদিকে মোঃ মাহবুব দালালও থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে আজ সকালে পাথরঘাটা থানার এসআই আঃ হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন।এর কিছুক্ষণ পরেই মোঃ মাহবুব দালাল ও তার ভাইয়েরা মোঃ রাহাত ও রাব্বিকে প্রাণনাশের হুমকি দেয়।