উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়েছে পিএসজি। পার্ক দেস প্রিন্সে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা চতুর্থ মিনিটে ফরাসি তারকা গোল করলে ১-০ ব্যবধানে রিয়ালকে হারায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
তবে এই ম্যাচের পর একটা রেকর্ড নিশ্চয়ই পোড়াবে লিওনেল মেসিকে। কারন- ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার এখন তিনি।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ৬০ মিনিটে এমবাপ্পের কল্যাণে পেনাল্টি পায় পিএসজি। তবে মেসির নেওয়া পেনাল্টি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাতেই নেতিবাচক এক রেকর্ডে নাম উঠে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ৫টি পেনাল্টি মিস করেছেন তিনি। এই টুর্নামেন্টে ২৩টি পেনাল্টি নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
আর্সেনালের তারকা থিয়েরো অঁরির সঙ্গে যুগ্মভাবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে পেনাল্টি মিসের তালিকায় শীর্ষে আছেন মেসি। তাদের দু’জনের পরেই আছেন আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তিনি চারবার ব্যর্থ হয়েছেন পেনাল্টি থেকে গোল করতে।