জয়পুরহাটে র্যাবের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ শহিদুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ সোমবার বিকালে জয়পুরহাট চিনিকল অভ্যন্তর হতে তাকে আটক করেন। সে জয়পুরহাট সদর দিয়োর শুকনাচারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।