ইবি প্রতিনিধি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দল। একইসাথে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁকে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে তারা। শনিবার (১৫ জানুয়ারি) দলের আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব প্রফেসর ড. সরফরাজ নওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাদা দলের নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতার ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ড. তাজমেরী এস এ ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির জন্য সরকারের প্রতি জোর দাবী জানাই।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment