আরিফুর রহমান, নলছিটি:
ঝালকাঠির নলছিটিতে সোবহান খলিফা (৬০) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেফতার আসামিরা হলেন – মিন্টু (৫২) রুবেল হাওলাদার (৩৫) ও জসিম (৩৮)। নিহত সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান,আমরা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছি ।প্রথমে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় শ্বশুর বাড়ি থেকে মিন্টুকে গ্রেফতার করি পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল বন্দর থানা থেকে রুবেল ও জসিম কে গ্রেফতার করা হয়। মূলত তারা একটি ছিনতাইকারী চক্র।তাদের কাছ থেকে একটা প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এই প্রাইভেটকারে করে তারা বিভিন্ন স্থানে ছিনতাই করতো।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ইজিবাইক ছিনতাই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আমি বর্তমানে ছুটিতে আছি। তবে বিষয়টি আমি অবগত আছি। ইজিবাইক ছিনতাই ঘটনায় তিনজকে গ্রেফতার করা হয়েছে ।