ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদার মাতা মোছাঃ জহুরা বেগম ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। পৃথক শোক বার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান সহযোগী অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদার মাতার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।