এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী বীজ উৎপাদন খামারের শ্রমিক (নৈশপ্রহরী) শাহিনুর ইসলাম শাহিনকে পিটিয়ে জখম করার মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের মুন্সিপাড়া এলাকা থেকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন রহিজ উদ্দিনের ছেলে কাওসার(২৬) ও আকবর আলীর ছেলে পাইলট(২৭)।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউপ জানান, মামলায় অন্য দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত তাদেরও গ্রেফতার করা সম্ভব হবে।
তিনি বলেন, হামলার ঘটনা জানার পর তাৎক্ষনিক ভাবে আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ।
প্রসঙ্গত ১৮ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে খামারের ভিতরে র্পুবপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র ও লাঠি সোডা নিয়ে নৈশপ্রহরী শাহিনুরের উপর হামলা করে শহরের মুন্সিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে বাবু(২৫), রইচ উদ্দিন এর ছেলে কাউছার(২৬), হাবলু মিয়ার ছেলে লিটন(২৭) ও আকবর আলীর ছেলে পাইলট(২৬)। ঘটনায় থানায় মামলা করেন বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক নাজিউর রহমান।