স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তাঁর স্থায়ী মুক্তির দাবিতে দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনায় গণঅনশণ কর্মসূচি পালিত হচ্ছে।
নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে পৌরশহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় এবং জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীদের অংশগ্রহনে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ গণঅনশণ।
এ গণঅনশণ কর্মসূচিীতে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ অন্যরা।