কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নন্দিত কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় শোক র্যালি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলার কেন্দুয়া উপজেলার হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত কুতুবপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ বিদ্যাপীঠের আয়োজনে একটি শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী র্যালিতে অংশ নেন।
এরআগে বিদ্যালয় প্রাঙ্গণে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বিকেলে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবে হুমায়ূন স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।