নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মনি এক শোক বার্তার মাধ্যমে এই শোক জানান।
শোক বার্তায় তিনি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আপোষহীন এই নেত্রীর মৃত্যুতে নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় আরো উল্লেখ, তাঁর এই মুত্যুতে জাতি মহান এক অভিভাবক হারালো। যা দেশের ক্রান্তিলগ্নে অপূরণীয় ক্ষতি হয়েছে। মহান আল্লা তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। সেই সাথে মরহুমে শোকাহত পবিারকে এই কাটিয়ে উঠার তাওফিক দান করেন।


