নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এক শোক বার্তার মাধ্যমে এই শোক জানান।
শোক বার্তায় উল্লেখ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সহধর্মিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি.) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকার করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোক বার্তায় আরো উল্লেখ, আমার (র্যাব-১৪) তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন- আমিন।


