সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট করোনায় আক্রান্ত হয়ে ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী পাভেল আহমদ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেন, গত বছর করোনা শুরু থেকে আজ অবদি সুনামগঞ্জের মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। করোনায় অসহায়, দরিদ্র, দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুনামগঞ্জবাসীর প্রাণের নেতা নুরুল হুদা মুকুট কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার শরীরের কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এই সময়ে উনাকে কল না দিয়ে মন থেকে আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।মহান আল্লাহ যেনো সকলের প্রিয় নেতাকে দ্রুত সুস্থ করে সবার মাঝে ফিরিয়ে দেন।