আবদুল হান্নান, ভোলা:
ভোলায় দিনমজুর রিক্সাচালকের বাসায় ডাকাতি করতে গিয়ে পানিতে ফেলে ৩ মাসের এক কন্যা শিশুকে হত্যা করার ঘটনা ঘটেছে।
ঘটনাটি মঙ্গলবার মধ্যরাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার পাঙ্গাশিয়া
গ্রামের রিক্সাচালক মঞ্জুর আলম ড্রাইভারের বাড়িতে ঘটে।
ডাকাত দলের হাতে খুন হওয়া ৩ মাসের শিশু কন্যা মারিয়া বেগম রিক্সাচালক
মঞ্জুর আলম ও শাহনাজ বেগম দম্পতির ২য় মেয়ে।
আজ বুধবার (৭জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন ও তদন্ত (ওসি) আরমান হোসেনসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা।
পুলিশ ও নিহত শিশুর পরিবার জানিয়েছেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে কালো পোশাক পড়ে ৪জন ডাকাত সামনে দরজা খুলে ঘরে প্রবেশ করে।
এতে বিষয়টি মঞ্জুরের স্ত্রী শাহনাজ বেগম টের পেলে একপর্যায়ে ডাকাতরা শাহানাজের হাত-পা ও মুখমণ্ডল বেঁধে ডাকাতি করেন৷
ডাকাতি চলাকালে শাহানাজের ৩ মাসের ঘুমন্ত শিশু মারিয়া সজাগ হয়ে কান্নাকাটি করলে ডাকাতরা তাকে ঘরের পিছনে থাকা পুকুরে ফেলে হত্যা করে।
অজ্ঞাত ডাকাত দল ঘরে থাকা ১২শো টাকা ও ১ ভড়ি স্বর্নলংকার নিয়ে চলে যায়।
ডাকাত দল যাওয়ার পর কৌশলে শানাহাজ শব্দ করলে ঘরে থাকা তাঁর ঘুমন্ত স্বামী মঞ্জুর আলম ও শানাহাজের শাশুড়ী সজাগ হয়ে পুকুর থেকে শিশু মারিয়ার মরদেহ উদ্ধার করে।
পরে রাত ৩টার দিকে তাদের ডাক-চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন তাদের বাসায়।
বুধবার সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন ও তদন্ত (ওসি) আরমান হোসেনসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ নিয়ে যায়।
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ও জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা ও মাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, আমরা ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।