মোঃ হাবিবুর রহমান (নড়াইল প্রতিনিধি) :
নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ মাদক কারবারী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।সোমবার ২৪ মে ভোর রাতে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া ডহরপাড়াস্থ জনৈক জাহাঙ্গীর মোল্যার গরুর থেকে আসামীদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মোঃ মনিরুল ইসলাম,এর নেতৃত্বে সঙ্গীয় এ এস আই আবুল কালাম আজাদ,এ এস আই মোঃ মফিজুর রহমান,অভিযান চালিয়ে আসামি ১:মো:আলাউদ্দিন শেখ (২১) পিতা-মমহিউদ্দিন শেখ ২:মো: শাহিন শেখ,পিতা-জিন্নাত শেখ, ৩: মো: আনিস জমাদ্দার,পিতা-আবদুল্লাহ সর্ব সাং লাহুড়িয়া থানা:লোহাগড়া, জেলা: নড়াইল দেরকে লাহুড়িয়া ডহরপাড়াস্থ জনৈক জাহাঙ্গীর মোল্যার গরুর খামারের সামনে হইতে ৯২০ (গ্রাম) গাঁজাসহ আসামীদেরকে গ্রেফতার করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলাম জানান গোপন তথ্যের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করেছি এবং তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।