স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহেরা বানু (৩২) নামক এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বনপাড়া গ্রামের আহের উদ্দিনের স্ত্রী সাহেরা বানু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন সাহেরা বানুকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।