কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : দৈনিক প্রথম আলোর পত্রিকার জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে আটক রেখে নির্যাতনকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তিরসহ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তির দাবি জানিয়ে নেত্রকোনায় ক্ষোভ ও ঘৃণা প্রকাশের মাধ্যমে মানববন্ধনের মতো কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার মোক্তারপাড়াস্থ পৌরসভার সামনের সড়কে নেত্রকোনা সাংবাদিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাব সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক সঞ্জয় সরকার, ভজন দাস, কামাল হোসাইন, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানসহ আরও অনেক সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিক রোজিনাকে অন্যায়ভাবে আটকে রেখে শারিরীকভাবে নির্যাতনকারীদের দৃষ্টামূলক শাস্তি ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথ্যায় ভবিষ্যতে বৃহৎ আন্দোলনের ঘোষনা দেয়া হবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।