বৃহস্পতিবার, মে ২, ২০২৪

মেসির জাদুতে জয়ে ফিরল বার্সেলোনা

যা যা মিস করেছেন

একটু আগেই ইতালিয়ান লিগে হারা ম্যাচে জোড়া গোল করে জুভেন্টাসের মুখ রক্ষা করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীর জ্বলে উঠার দিন পথ হারাননি মেসিও। আর্জেন্টাইন অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সে শুরুতে পিছিয়ে থেকেও প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। এই জয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপা লড়াইয়েও টিকে রইলো রোনাল্ড কোম্যানের দল।

রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি, এক গোল করেন আতোয়ান গ্রিজম্যান। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন গাব্রিয়েল পাউলিস্তা।

গেলম্যাচে পুচকে গ্রানাডায় অপ্রত্যাশিতভাবে কাটা পড়ে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা খেয়েছিলো বার্সেলোনা। সেই ম্যাচে লালকার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর কোচ রোনাল্ড কোম্যানকে ছাড়াই আজ ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের আতিথ্য নেয় মেসিরা।

আক্রমণ প্রতি আক্রমণে দুদলের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। বেশকিছু সুযোগ তৈরি করেও বিরতির আগে গোল করতে পারেনি কেউই। আক্রমণভাগে নিরুত্তাপ দুদলের খেলোয়াড়রা জ্বলে উঠে দ্বিতীয়ার্ধে।

বিরতি থেকে ফিরেই ৫ মিনিট পর বার্সেলোনার ডিফেন্সে হানা দেয় ভ্যালেন্সিয়া। সলেরের কর্নার থেকে পাওয়া বল হেডে জালে ঢুকিয়ে স্বাগতিকদের লিড এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাউলিস্তা।

গোল খেয়ে যেন তেলেবেগুনে জ্বলে উঠে সফরকারী বার্সেলোনা। ৫৭তম মিনিটেই এগিয়ে যেত পারত ন্যু ক্যাম্পের দলটি। ডি-বক্সে ডিফেন্ডার তনি লাতো ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মেসির ক্রস ঠেকানোয় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু, স্পটকিকে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের দুর্বল শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক! যদিও পরে বল ক্লিয়ার করতে না পারায় আবার ফাঁকা পোষ্টে বল পেয়ে গোল করে সফরকারীদের সমতায় ফেরান আর্জেন্টাইন অধিনায়ক।

৭ মিনিট পরই এবার এগিয়ে যায় বার্সেলোনা। ৬৩তম মিনিটে গোল করে কাতালানদের লিড এনে দেন আতোয়ান গ্রিজম্যান। ঠিক ৭ মিনিট পর ফের দেখা মিলে মেসির জাদু। ৬৯তম মিনিটে ফ্রিকিযে প্রায় ২০ গজ দূর থেকে অসাধারণ বাকানো শটে ভ্যালেন্সিয়া গোলরক্ষককে পরাস্ত করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন মেসি।

দুর্দান্ত এই ফ্রি কিক গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্পর্শ করলেন বার্সা তারকা। ২০১১ সালে রোনালদোর ৩০ ফ্রিকিক গোলের বিপরীতে মাত্র ৩ গোল করা মেসির বর্তমান ফ্রি কিক গোল পর্তুগিজ মহাতারকার সমান ৫৬টি। তাছাড়া এবারও পিচিচি ট্রফি জয়ে আরও এগিয়ে গেলেন আগের রেকর্ড সাতবার পুরস্কারজয়ী এই ফুটবলার। চলতি মৌসুমে লা লিগায় ৩৪ বছর বয়সী এই ফুটবলারের গোল ২৮টি। ৭ গোল কম নিয়ে তালিকার দুই নম্বরে করিম বেনজেমা।

শেষদিকে দূর পাল্লার শটে গোল করে উত্তেজনা ছড়ান ভ্যালেন্সিয়ার সলের। প্রায় ৩৫ গজ দূর থেকে হঠাৎ বুলেট গতির শটে গোল করে ব্যবধান কমান স্প্যানিশ এই মিডফিল্ডার। তবে তা স্বাগতিকদের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। বাকিসময় অনায়াসেই ভ্যালেন্সিয়ার আক্রমণ ঠেকিয়ে দিয়ে জয় নিয়ে বাড়ি ফিরে বার্সেলোনা।

এই জয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন টিকে রইলো কাতালানদের। রিয়াল মাদ্রিদের সমান ম্যাচে সমান ৭৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় তিনে আছে রোনাল্ড কোম্যানের দল। শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৬। শিরোপা লড়াইয়ে আছে সেভিয়াও। এক ম্যাচ কম খেলা লোপেতেগির দলের পয়েন্ট ৭০।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security