কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় প্রতিপক্ষের কিল-ঘুষিতে আবুল কাশেম (৬৫) নামে এক আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার সকালে মদন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে তিনি মারা যান। নিহত আবুল কাশেম উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের মৃত আব্দুল ছোবাহানের ছেলে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে মেশিন দিয়ে ধান মাড়াই করাকে কেন্দ্র করে উপজেলার বরাটি মড়লপাড়ার সামনে একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে লিংকনের সাথে আবুল কাশেমের বাক-বিতন্ডা সৃষ্টি হয়। পরে লিংকন, তাজুল ইসলাম, জুয়েলসহ কয়েকজন বৃদ্ধকে কিল-ঘুষিসহ বেধড়ক পেটায়। আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয়রা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আজ (সোমবার) সকালে বৃদ্ধ কাশেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মদন থানার ওসি ফেরদৌস আলম বৃদ্ধের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।